হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে তার ময়নাতদন্ত শেষ হয়।
সাভার সার্কেলের বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমানের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ বিশ্বাস।
তিনি বলেন, আমরা মরদেহের ভিসেরা সংরক্ষণ করেছি। নিহতের শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে এএসপি মিজানুর রহমানের ছোটভাই মাসুম তালুকদার বলেন, তার ভাইয়ের প্রথম জানাজা হবে রাজারবাগ পুলিশ লাইনে। এরপর দ্বিতীয় জানাজা হবে আশকোনায়। আর তৃতীয় জানাজা হবে টাঙ্গাইলের ঘাটাইলের ভুয়াপুরে তার নিজ এলাকায়।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর রূপনগর থানার বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে রূপনগর থানা পুলিশ।
তার সুরতহাল প্রতিবেদনে বলা হয়, নিহত এএসপি মিজানুর রহমানের কপাল ছোলা ছিল, মুখের ডান পাশে জখম, থুতনিতে আঘাত আর গলায় কালো দাগ পাওয়া গেছে। তাকে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এইচটি/এসএস